
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৪৮) কে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। হত্যার দুই দিন পর নিহতের নিজ গ্রামের প্রতিপক্ষ আকবর হোসেন লিপনকে প্রধান আসামি করে ৩০ জনের নামে মামলা দায়ের করেন। লোহাগড়া থানা মামলা নং ১৪ তাং ১৩.০৫.২৪।
১৩ মে, সোমবার দুপুরে নিহতের ভাই রেজাউল শিকদার বাদী হয়ে এই মামলা করেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, চেয়ারম্যান মোস্তফা কামাল গত (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে একটি সালিশি বৈঠকে যোগদানের উদ্দেশে মোটর সাইকেল যোগে কুন্দসী গ্রামের ছমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুর্বৃত্তদের ছোড়া গুলি মোস্তফা কামালের বুক ও পিঠে বিদ্ধ হয়। এসময় স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মোস্তফা কামালকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ১১টা সময় তার মৃত্যু হয়।
মোস্তফা কামাল উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে এবং স্থানীয় মল্লিকপুর ইউনিয়নের দুই মেয়াদের সাবেক চেয়ারম্যান।
এদিকে মোস্তফা কামালের মৃত্যুর খবর শুনে তার পক্ষের লোকজন লিপনের বাড়িতে হামলা করে। এসময় প্রতিপক্ষের দু‘জন শটগানের গুলিতে আহত হয়েছে। আহতরা হলো মঙ্গলহাটা গ্রামের লিটন শেখের ছেলে ফয়সাল শেখ (২৫) ও পান্নু মোল্যার ছেলে পলাশ মোল্যা (৪০)। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় পুলিশের একাধিক টিম আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]