
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) উপজেলার আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন উপজেলার হাতিবান্দা, মালঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের নেতাকর্মীরা। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমি রাজনৈতিক শিক্ষা গ্রহণ করেছি নিজের বাবার কাছ থেকে। তিনি নির্বাচিত এমপি ছিলেন। তিনি স্বচ্ছ ও গঠনশীল রাজনীতি করে গেছেন। আমিও তিনবারের নির্বাচিত এমপি ছিলাম।
তিনি আরও বলেন, আমি সন্ত্রাসী কর্মকাণ্ডের রাজনীতি চাই না। তেমনি আমার হয়ে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তা হতে দেব না। আগামী দিনেও সব জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে কাজ করতে চাই। আমার নির্বাচনী এলাকা (শ্রীবরদী-ঝিনাইগাতী) উপজেলাকে নতুন করে গড়ে তুলতে সবার সহযোগিতা চাই।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ।
উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. আব্দুল মান্নান হীরা, মো. আতাউর রহমান, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মুমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতীবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্রাম হোসেন প্রমুখ।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]