
নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষিকাজ সহজতর করতে ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
১৩ মে, সোমবার বিকাল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতির চাবি তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. হারুনর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হান্নান আলী কৃষি অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
তথ্য মতে জানা যায়, বিতরণকৃত ২টি কম্বাইন্ড হারভেস্টার মেশিনের প্রতিটির বাজার মূল্য ৩৫ লক্ষ টাকার ভর্তুকির পরিমাণ ১৬ লক্ষ ২০ হাজার টাকা, ২টি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের প্রতিটির মূল্য ৪ লক্ষ টাকার ভর্তুকির পরিমাণ ১ লক্ষ ৮৫ হাজার টাকা ও ২ লক্ষ ৮০ হাজার টাকার মেইজ সেলার মেশিনের ভর্তুকির পরিমাণ ৮০ হাজার টাকা।
বিবার্তা/জনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]