উপকূল এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ ছিঁড়ে যাওয়ায় লেভেলক্রসিংয়ে যানজট
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০১:১৮
উপকূল এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ ছিঁড়ে যাওয়ায় লেভেলক্রসিংয়ে যানজট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা থেকে নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের হোস পাইপ চলন্ত অবস্থায় ছিঁড়ে যায় ব্রাহ্মণবাড়িয়া লেভেলক্রসিং এলাকায়।


সোমবার (১৩ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই এ ঘটনা ঘটে।


লেভেলক্রসিং এলাকায় ট্রেনটি আটকা পড়লে শহরের প্রধান সড়কটি বন্ধ হয়ে যায়। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


একাধিক সূত্র জানায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যায় ৬টা ৩১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি করে। পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ছেড়ে যায়। কিছুদূর যাওয়া মাত্র ট্রেনের মাঝখানের দুই বগির মাঝের হোস হুইপ পাইপ ছিঁড়ে যায়। এতে ট্রেনটি ছেঁড়ে যাওয়ার মাঝ পথে এসে থেমে যায়।


মেরামত শেষে ৭টা ৪০ মিনিটে ট্রেনটি আবার যাত্রার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই সময়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।


ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার প্রধান সড়ক টিএ রোডের লেভেলক্রসিংয়ে আটকা পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। অনেকে যানবাহন থেকে নেমে বিকল্প পন্থায় গন্তব্যে পৌঁছয়। অনেক যানবাহন বিকল্প হিসেবে উড়াল সেতু ব্যবহার করে।


ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চলন্ত অবস্থায় হোস পাইপ ছিঁড়ে যায়। মেরামত শেষে প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।


বিবার্তা/আকঞ্জি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com