
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণের দাবিতে ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুরের বিসিক মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয়রা।
রবিবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। একই সঙ্গে চলে মানববন্ধন কর্মসূচি।
মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ নয় বছর অতিবাহিত হলেও স্থায়ী ক্যাম্পাস পায়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। ভাড়া ভবনে কোনো রকমে একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড চললেও বিশ্ববিদ্যালয়ের সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। নেই কোনো আবাসিক হল, খেলার মাঠ। শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫১৯ কোটি টাকা প্রকল্প অনুমোদন দেয়া হলেও একনেকে ডিপিপি অনুমোদন দেয়া হচ্ছে না। অতিদ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করতে হবে। অন্যথায় সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেয়া হবে।
এদিকে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার ফিরোজ আহম্মেদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]