টি-টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডসের দল ঘোষণা
প্রকাশ : ১৩ মে ২০২৪, ২০:০১
টি-টোয়েন্টি বিশ্বকাপের নেদারল্যান্ডসের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ, পাকিস্তান এবং নেদারল্যান্ডস ছাড়া বাকি সবাই দল ঘোষণা করেছিল। এবার ১৩ মে, সোমবার চমক দিয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ডাচ ক্রিকেট বোর্ড।


১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ও পরিচিত দুই মুখ। তারা হলেন ব্যাটার কলিন আকারম্যান ও অলরাউন্ডার রিওলেফ ফন ডান মারউই।


তাদের জায়গায় ডাচদের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন দুই তরুণ ক্রিকেটার। একজন হলেন, বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গল, অন্যজন পেসার কাইল ক্লেইন। এছাড়া পাওয়ার হিটার ওপেনার মাইকেল লেভিট দলে জায়গা পেয়েছেন।


বিশ্বকাপে নেদারল্যান্ডসের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ড। দলটির তারকা খেলোয়াড় বাস ডি লিড।


দল ঘোষণার বিষয়ে হেড কোচ রায়ান কুক বলেন, আমরা ভারসাম্যপূর্ণ একটা দল গড়তে পেরেছি। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের আসরে আমরা ভালো করার বিষয়ে আত্মবিশ্বাসী।


নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল: স্কট এডওয়ার্ড, আরিয়ান দত্ত, বাস ডি লিডে, ড্যানিয়েল ডোরান, ফ্রেড ক্লাসেন, লরগান ফন বিক, ম্যাক্স ও’ডড, মাইকেল লেভিট, পল ফন মিকিরেন, সাইব্রান্ড এংগেলব্রেচট, তেজা নিদামানুরু, টিম প্রিংগেল, বিক্রম সিং, ভিব কিংমা, ওয়েসলি বাররেসি।


স্ট্যান্ডবাই: কাইল ক্লেইন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com