
ফেনীতে তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, চতুর্থ ধাপের নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার, তৃতীয় ধাপের নির্বাচনে দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার ও সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা খানম।
১৩ মে, সোমবার তাদের নির্বাচিত ঘোষণা দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
এর আগে, প্রথম ধাপের নির্বাচনে পরশুরাম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ফিরোজ মজুমদার, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন ও মহিলা চেয়ারম্যান শামসুন্নাহার পাপিয়া এবং ফুলগাজী উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরা আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
বিবার্তা/মনির/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]