
টাঙ্গাইল সদর উপজেলায় এক তরুণীকে (২২) গণধর্ষণের অভিযোগে তিনজন সিএনজি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সকালে সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—দুলাল চন্দ্র দাশ (২৮), সজিব খান (১৯) ও রুপু মিয়া (২৭)। তারা সবাই পেশায় সিএনজি চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে ঢাকার এয়ারপোর্ট রেলস্টেশনে পৌঁছান। চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তিনি ভুলবশত একটি উত্তরবঙ্গগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে উঠে ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে বিষয়টি বুঝতে পেরে অন্য যাত্রীদের কাছ থেকে জানতে পারেন তিনি টাঙ্গাইলে পৌঁছেছেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নেমে জিআরপি পুলিশের এক সদস্যের সহায়তা চান।
ভুক্তভোগীর অভিযোগ, জিআরপি পুলিশের এক সদস্য তাকে ঢাকাগামী ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে এক সিএনজি চালকের সঙ্গে পাঠান। ওই চালক তাকে স্টেশনের পাশের কাঠবাগানে নিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে ব্রাহ্মণকুশিয়ার একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, যেখানে অপর দুইজন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।
ভোররাতে ভুক্তভোগী তরুণী রেলস্টেশনে ফিরে গিয়ে রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানান। পরে রেল পুলিশ বিষয়টি সদর থানাকে জানায়। তাৎক্ষণিকভাবে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী নারী নিজেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিবার্তা/ইমরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]