
ক্ষমতা হারানোর ভয় কেটে গেলে একটি সরকার কীভাবে দমনমূলক ও দানবীয় রূপ নিতে পারে, তা আওয়ামী লীগের শাসনামলেই প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল।
শনিবার (২৬ জুলাই) ঢাবির মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’ আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলনে তিনি বলেন, “তথ্য কমিশন বা মানবাধিকার কমিশনের মতো প্রতিষ্ঠান দিয়ে সমস্যা সমাধান সম্ভব নয়, যদি রাষ্ট্রের মূল তিনটি অঙ্গ সংস্কার না করা হয়। এসব জায়গায় এখনো গভীর সংকট রয়ে গেছে।”
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। এই তিনটি জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। অথচ এগুলো ঠিক না করে শুধু তথ্য কমিশন, মানবাধিকার কমিশন বা সেমিনারের মাধ্যমে সমস্যার সমাধান হবে না।
তিনি আরও বলেন, “মানবাধিকার কেবল আইনগত বিষয় নয়, এটি সামাজিক এবং সংস্কৃতিগত চর্চার ফল। স্বচ্ছতা, জবাবদিহি এবং আত্মসমালোচনার মানসিকতা না থাকলে, কোনো আইনি পরিবর্তনই টেকসই হবে না।”
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]