বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সুন্দরবন প্লাবিত
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৬:২০
বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সুন্দরবন প্লাবিত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জোয়ারে পানিতে প্লাবিত হয়েছে সুন্দরবন। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বনবিভাগ।


শনিবার (২৬ জুলাই) দুপুরের স্বাভাবিক জোয়ারের তুলনায় দুই থেকে তিন ফুট উচ্চতার পানিতে সুন্দরবনের করমজল, কটকাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।


পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, আজ (শনিবার) দুপুরে জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ফুট উচ্চতার পানি বেড়েছে। এতে সুন্দরবনের বনজ সম্পদ ও বন্যপ্রাণীর কোনো ক্ষতি হয়নি। বনের অভ্যন্তরে মিষ্টি পানির পুকুরও পুকুরের পাড় উঁচু হওয়ায় লবণাক্ত পানি ঢোকার আশঙ্কা নেই সেহেতু বন্যপ্রাণী নিরাপদ রয়েছে।
অমাবস্যা ও পূর্ণিমার জোয়ারে নদ-নদীতে পানি বেড়ে যায়। এবার অমাবস্যার সঙ্গে যুক্ত হয়েছে নিম্নচাপের প্রভাব। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলেও জানান ওই কর্মকর্তা।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com