
পিরোজপুরের ইন্দুরকানীতে বেড়িবাঁধ না থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অতিরিক্ত পানি ও নিম্নচাপ থাকার কারণে জলোচ্ছাসে বেড়িবাঁধ ভেঙ্গে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
বন্যা পরবর্তী পাউবি নিম্নমানের বেড়িবাঁধ করায় অতিরিক্ত পানির চাপে বিলীন হয়ে গেছে আবারো। এভাবে পিরোজপুরের ইন্দুরকানীতে প্রবল জরোচ্ছাসে কঁচা নদীর তীরবর্তী ১০ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়।
জলোচ্ছাসে প্লাবিত হয়ে হাজার হাজার বাসিন্দা চরম দুর্ভোগে রয়েছে। বিলীন হওয়া বেড়ীবাঁধ ও নদীতীরবর্তী অনেকগুলো স্লুইজ গেটের পাশের বাঁধ পানির চাপে ভেঙ্গে যাওয়ায় পানি ঢুকে ২৫ টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে অধিকাংশ কাাঁচা ঘরের মেঝে পানিতে ধ্বসে যায়। এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে আটটি ইটভাটায় পানি ঢুকে কাচা ইট ও কয়লার ব্যাপক ক্ষতি হয়েছে।
কঁচানদীর তীরবর্তী খোলপটুয়া গ্রামের ভাটার আরও ওয়ান মালিক মোঃ মারুফ বিল্লাহ জানান, অতিরিক্ত পানির কারণে প্রবল জলোচ্ছাসে কঁচা নদীর বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢুকে ৮ টি ভাটার কাচা কয়েক লক্ষ ইট শেষ হয়ে গেছে। এছাড়া কয়লা পানিতে ভেসে গেছে। তাতে তার ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। আটকে থাকা প্লাবিত পানি রাস্তাঘাট ডুবে গেছে যার ফলে সাধারণ মানুষ ও স্কুলগামী ছাত্রছাত্রীরা চলাচলের বিঘ্ন হচ্ছে। উপজেলা নিম্ন আয়ের মানুষগুলো কাজের আয়ের সন্ধানে বাধা সৃষ্টি হয়েছে । ভোগান্তির স্বীকার হয়েছে পরিবারগুলো।
দিনমজুর আঃ রাজ্জাক জানান, ঘরে ভেতরে পানি ঢুকে সমস্ত মালামাল ভিজে গেছে। রান্নাবান্না কোন ব্যবস্থা নেই। বাজার থেকে শুকনা খাবার এনে বাচ্চাদের খাবার দিয়েছি। ঘরে থাকার কোন ব্যবস্থা নেই। ঘরের ভেতরে খাটের উপরে ছেলে মেয়ে নিয়ে আছি।
সরেজমিনে শনিবার কঁচা নদীর তীরবর্তী কালাইযা গ্রামে গিয়ে দেখা যায়, বেড়ীবাঁধ পানির জলোচ্ছাসে একেবারে বিলীন হয়ে গেছে। এছাড়া ইন্দুরকানী, কালাইয়া , সাঈদখালী, বালিপাড়া, চরবলেশ্বর, চন্ডিপুর, খোলপটুয়া ও কলারণের বেড়ি বাঁধ ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ভেসে নিয়েছে শত শত কাচা ঘর। কলারণ বেড়িবাঁধ ভেঙ্গে আবাসনের অনেক ঘর পানি তলিয়ে গেছে। উপজেলার শতাধিক মৎস্য ঘের ছোট ছোট মৎস্যচাষীদের ২/৩ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। অধিকাংশ কলা ক্ষেত, পানের ভরজ ও শাকসবজি চাষ করা ক্ষেত, চলতি মৌসুমে বিভিন্ন ধানের ক্ষেত তলিয়ে গেছে।
চন্ডিপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মঞ্জু জানান, অতিরিক্ত পানি হওয়ার কারণে এলাকায় অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। বেড়িবাঁধ না থাকার কারণে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান, এলাকায় টেকসই বেড়িবাঁধ ও স্লুইজগেট সচল থাকলে এই সমস্যা হত না।
পিরোজপুর পাউবোর অফিস সূত্রে জানান, জলোচ্ছাসের আঘাতে কঁচানদীর নির্মাণাধীন বেড়িবাঁধ সহ পুরাতন বাধের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি নুতন প্রাক্কলন করে দ্রুত বাঁধ নির্মাণ করা হবে বলে জানান।
বিবার্তা/শামীম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]