টাঙ্গাইলের ভালুকা-সখিপুর সড়কের মেরামতের কাজ শুরু
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১৪:৫৮
টাঙ্গাইলের ভালুকা-সখিপুর সড়কের মেরামতের কাজ শুরু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সম্প্রতি টানা ভারী বর্ষণের ফলে টাঙ্গাইলের ভালুকা-সখিপুর সড়কের মিলপাড়া মোড় এলাকায় বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়। এসব গর্তে পানি জমে মালবাহী ট্রাক, ছোট যানবাহন এবং পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। ফলে এলাকাটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।


বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক-এর নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে টাঙ্গাইল সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। জেলা প্রশাসকের এই হস্তক্ষেপের পর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেরামতের কাজ শুরু করা হয়।


টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান জানান, দ্রুতগতিতে বিভাগীয় মেরামতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশে যানবাহন চলাচলের উপযোগী ব্যবস্থা নেওয়া হয়েছে।


তিনি আরও জানান, এই সড়কের স্থায়ী সংস্কারের জন্য ‘পিরিয়ডিক মেইনটেন্যান্স প্রোগ্রাম (সড়ক মেজর)’-এর আওতায় আড়াইপাড়া থেকে সখিপুর পর্যন্ত সংস্কারকাজের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


তিনি আশা প্রকাশ করেন, প্রস্তাবটি অনুমোদনের পর দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে স্থায়ী সংস্কারকাজ শুরু ও শেষ করা সম্ভব হবে।


স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসক ও সড়ক বিভাগের এই দ্রুত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com