সুনামগঞ্জে ৩৮ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১৭:৩৫
সুনামগঞ্জে ৩৮ বছর বয়সে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশায় ৩৮ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন আব্দুস শহীদ মজুমদার। তিনি নেত্রকোণা রাজুর বাজার কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৫৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।


আব্দুস শহীদ উপজেলার সদর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। এছাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ বলেন, শিক্ষার কোনো বয়স নেই। শহীদ মজুমদারকে সবার অনুসরণ করা উচিত।


আব্দুস শহীদ মজুমদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আর্থিক অসচ্ছলতার কারণে ১৯৯৪ সালে ৮ম শ্রেণি পাশ করার পর পড়াশোনা ছেড়ে দেই। এরপর থেকেই মনের মধ্যে একটা ইচ্ছাশক্তি কাজ করছিল যে এসএসসি পাস করতে হবে। সেই ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে দুই বছর আগে নেত্রকোণা রাজুর বাজার কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হই। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে বহুদিনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি।


বিবার্তা/শহীদুল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com