
২০২৪ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১৩ মে) ঘোষিত ফলাফলে বাগেরহাটের মোরেলগঞ্জে এবার দাখিল পরীক্ষায় ফলাফল চরম বিপর্যয় হয়েছে।
উপজেলার ৬২টি মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে মাত্র ৭ জন। পাশ করেছে ৮৫১ জন। উপজেলায় গড় পাশের হার ৫১ শতাংশ।
দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যস্থ হওয়ায় শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে।
অভিভাবকরা জানায়, সরকারি পৃষ্ঠপোষকতা থাকা সত্ত্বেও শিক্ষকদের গাফিলতির কারণেই মাদ্রাসাগুলো শিক্ষার মান উন্নয়ন করতে পারছে না। ফলে মাদ্রাসাগুলোর শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে।
তবে হতাশাজনক এ ফলাফলে ভিন্ন মতামত প্রকাশ করে কিছু অভিাভাবক বলেছেন, বিগত বছরের মত কেন্দ্রে ফ্রি স্টাইলে নকল করতে না পারা এবং বিশেষ ব্যবস্থায় অবৈধ সুযোগ সুবিধা না থাকায় এবারের ফলাফলে অনেকটা সঠিক মেধার যাচাই হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলায় মাদ্রাসা রয়েছে মোট ৬২টি। ২০২৪ সালের দাখিল পরীক্ষায় কেন্দ্র ছিল দুইটি। এ দুইটি কেন্দ্র থেকে মোট ১ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৫১ জন। অকৃতকার্য হয়েছে ৮৫৪ জন।
উপজেলার ৬২টি মাদ্রসায় মধ্যে অন্তত ৩৫টি মাদ্রসার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে।
ফলাফলের চরম বিপর্যয়গ্রস্থ তলিমুনেচ্ছা দাখিল মাদ্রাসার সুপার হাসিনা বেগম জানান, বিবাহিত নারীদের ডেকে এনে ফরম ফিলাপ করিয়েছি, বিয়ের পরে পড়াশোনা করতে চায় না তাই এমন ফলাফল।
ফলাফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগীতায়, সচ্ছতার সাথে পরীক্ষা উঠাতে পেরেছি। যার ফলে মেধা তালিকায় সঠিক রেজাল্ট বের হয়ে আসছে। তবে মাদ্রসা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার মানোন্নয়ন করার জন্য আমরা কাজ করছি।
এ ব্যাপারে বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া ইসলাম বলেছেন, মোরেলগঞ্জে এমপিওভুক্ত যে সকল প্রতিষ্ঠানে ফলাফল খারাপ হয়েছে সেসব প্রতিষ্ঠন আমরা পর্যবেক্ষণে রাখার পাশাপাশি ফলাফল কেন এতো খারাপ হলো তা যাচাই-বাছাই করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।
বিবার্তা/রাজু/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]