
ফেনীর লালপোল বেদেপল্লীতে হামলা-ভাঙচুর ও লুটের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই, মঙ্গলবার বিকালে বেদেপল্লীতে ভুক্তভোগীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য দেন, ভুক্তভোগী মো. দুলাল মিয়া, শহীদুল্লাহ, মনিরুজ্জামান, সোহেল, চৌধুরী হোসেন, বেদে বিবি আফিয়া বেগম, রাশেদা আক্তার, দোকানদার রজ্জবের নেছা প্রমূখ।
বক্তারা বলেন, দাবিকৃত চাঁদা ও অনৈতিক সুবিধা না দেয়ায় ২৮ জুন মধ্যরাতে সদর উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি সাহাবুদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বেদেপল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। তারা মসজিদ, ফোরকানিয়া মাদরাসা, দুটি দোকানসহ ১২ টি ঘর ভাঙচুর করে। তাদের হামলায় নারী-শিশুসহ ১৫ জন আহত হয়। পরদিন সাহাবুদ্দিন ও তার ৮ সহযোগীর নামে থানায় মামলা হয়। কিন্তু পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্ট্রান্তমুলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীরা।
পলাতক হওয়ায় অভিযুক্ত শ্রমিকদল নেতা সাহাবুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।
সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি টিপু জানান, খোঁজ খবর নিয়ে জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে, শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ফেনী থানার ওসি শামসুজ্জামান জানান, ঘটনার পর থেকে সাহাবুদ্দিন ও তার সহযোগীরা পলাতক রয়েছে। গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
প্রসঙ্গত, দাবিকৃত চাঁদা ও অনৈতিক সুবিধা না দেয়ায় ২৮ জুন মধ্যরাতে সদর উপজেলা শ্রমিকদলের সহ সভাপতি সাহাবুদ্দিনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী বেদেপল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এতে বেদেপল্লীর ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]