
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই, মঙ্গলবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া একুশে মোড়ে সর্বসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সিনিয়র সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, বাংলাদেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্র কাঠামো সংস্কার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির ৩১ দফা প্রস্তাব। তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনগণকে অবগত করতে হবে। স্বৈরাচারী সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো রাষ্ট্রীয় ন্যূনতম সংস্কার এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এই সংকট থেকে উত্তরণে জনগণের ভোটই একমাত্র পথ।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]