লোহাগড়ায় এবছর এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ৩৮৭৪ জন
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:২২
লোহাগড়ায় এবছর এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ৩৮৭৪ জন
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এবছর ৬টি কেন্দ্রে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ৩৯৫৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করার কথা থাকলেও অংশ গ্রহণ করেছে ৩৮৭৪ জন। ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।


রবিবার (৩০এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পষর্ন্ত এসএসসি ও দাখিল পরীক্ষা ৬টি কেন্দ্রে একযোগে চলে।


এব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এর আগেই যাবতীয় প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। জেলা শিক্ষা সম্পর্কিত সভায় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে ছিল। সেই আলোকে আসন বিন্যাস, ট্যাগ অফিসার নিয়োগ, কক্ষ পরিদর্শক নিয়োগ, ভিজিল্যান্স টিম গঠন, মেডিকেল টিম গঠন, ম্যাজিস্ট্রেট ও পুলিশ ফোর্স নিয়োগ, যানজট নিরসন, কেন্দ্রে আশপাশে জরুরি অবস্থা জারি, প্রশ্নপত্র ও উত্তরপত্রের নিরাপত্তা বিধানসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। প্রথম দিন পরীক্ষা সুন্দর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় কোন কেন্দ্রে শিক্ষার্থী বহিষ্কার হয় নাই।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com