নড়াইলে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায়, আহত ৬
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৩:৫৮
নড়াইলে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায়, আহত ৬
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়ায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলায় মহিলাসহ ৬জন আহত হয়েছে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।


কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- তারা বেগম (৬০), নাজমিন বেগম (২০),ইয়ামিন বিশ্বাস (৩০), ফয়সাল বিশ্বাস (২১), ইয়াসিন বিশ্বাস (৩০) ওসাকিল বিশ্বাস (২০)। আহত মোঃ ইয়াসিন বিশ্বাস বলেন, বিশ্বাস বংশের মেয়ে ও মহিলাদের রাস্তা দিয়ে আসা যাওয়ার সময় প্রতিবেশি শেখ বংশের লোকজন প্রায়ই উত্ত্যক্ত ও ইভটিজিং করে। আমরা এর প্রতিবাদ করলে মারধর শুরু করে।


শনিবার (২৯এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় যাদবপুর গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে সাকিল বিশ্বাস মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় লাকিবুর শেখ (৪৫) তাকে থামিয়ে হর্ন বাজাসনি কেন বলে মারধর শুরু করে। সাকিল বিশ্বাসের চিৎকারে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে তারাও হামলার স্বীকার হয়। এক পর্যায়ে লাকিবুর শেখের সাথে আরমান শেখের নেতৃত্বে ১০/১২ জন মিলে দেশী অস্ত্র দিয়ে হামলা করে রক্তাক্ত করে।


নড়াইল সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শামিমুর রহমান বলেন, রোগিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা বেগমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।


এ বিষয়ে কালিয়া থানার তদন্ত কর্মকর্তা মো. জামাল বলেন, যাদবপুর গ্রামের বিশ্বাস ও শেখ বংশের হামলার খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/ শরিফুল/ মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com