না‌জিরপুরে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩, ১৯:০৯
না‌জিরপুরে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
না‌জিরপুর (পিরোজপুর) প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের না‌জিরপু‌র সদর ইউ‌নিয় পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।


বুধবার ২৬ এ‌প্রিল ও বৃহস্প‌তিবার ২৭ এ‌প্রিল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।


মনোনয়নপত্র দাখিলকৃত প্রার্থীরা হলেন- রাসেল শিকদার স্বতন্ত্র, নাজিরপুর সদর বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি ও মাঠিভাঙ্গা ডিগ্রি কলেজের প্রভাষক আরিফুর রহমান খান টুবুল,ইসলামী আন্দোলন বাংলাদেশ নাজিরপুর উপজেলা শাখা'র সভাপতি মুহাম্মদ এযায খান, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ও সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী শিকদার।


উ‌ল্লেখ্য না‌জিরপুর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার মারা যাওয়ায় ১৬ ই মার্চ না‌জিরপুর উপজেলা প‌রিষদের উপ‌নির্বাচনে না‌জিরপুর সদর ইউ‌নিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেন খান বিনাপ্রতিদ্ব‌ন্দিতায় নির্বা‌চিত হওয়ায় পদ‌টি শূন্য হয়।


এ বিষ‌য়ে না‌জিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. শাহীন শরীফ বিষয়টি নিশ্চিত করে বলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে একটি অবাধ সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন আমাদের সকলের কাম্য। তিনি আরও বলেন, বহিরাগতদের উপস্থিতি ও আচরনবিধি লঙ্ঘন কোন ভাবেই মেনে নেয়া হবেনা।


মনোনয়নপত্র বাছাই হবে ৩০ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে, প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫মে ইভিএম-এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ।


বিবার্তা/ম‌শিউর/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com