কালিহাতীতে স্বপ্নের ঠিকানায় গেলেন ৭৬টি ভূমিহীন পরিবার
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৯:০২
কালিহাতীতে স্বপ্নের ঠিকানায় গেলেন ৭৬টি ভূমিহীন পরিবার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার' এই প্রতিপাদ্য নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের রঙ্গীন স্বপ্নের ঠিকানায় গেলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৭৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। তারা দুই শতাংশ জমিসহ পেলেন সেমিপাকা রঙ্গীন ঘর।


বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘরগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এ উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিহাতী উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।


উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ূন বাঙ্গাল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান


প্রমুখ।


এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সহ উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ঘরের চাবিসহ কবুলিয়ত দলীল হস্তান্তর করেন উপস্থিত অতিথিবৃন্দ।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com