কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৫:৩৪
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস হয়েছে।


১৭ মার্চ, শুক্রবার সকালে কুষ্টিয়া কালেক্টর চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম ও পুলিশ সুপার মো. খাইরুল আলমসহ জেলা প্রশাসনে কর্মকর্তাগণ।


এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামী লীগসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।


অপরদিকে জেলার দৌলতপুরে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে।


বিবার্তা/শরীফুল/মাসুম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com