পাওনা টাকা কেন্দ্র করে স্বামী-স্ত্রী উপর হামলা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৬
পাওনা টাকা কেন্দ্র করে স্বামী-স্ত্রী উপর হামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদরে পাওনা টাকাকে কেন্দ্র করে নার্গিস পারভীনকে (৩১) হামলার হাত থেকে রক্ষা করতে গিয়ে দেবর মনির হোসেন (২৯) ও তার স্ত্রী রেহেনা আক্তার (২৬) বেদম পিটুনির শিকার হয়েছে। বর্তমানে আহত ৩ ব্যক্তি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় জানান, আহত দুই নারী ও এক পুরুষকে প্রাথমিক চিকিৎসার শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়।


এর-আগে বিকেল ৩ টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জের বসূদহিতা গ্রামের সিংহের বাড়ীতে এ হামলার শিকার হন আহতরা।


আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, নার্গিস পারভীনের স্বামী আব্দুর রব সৌদিআরব (প্রবাসী)। ১বছর পূর্বে বাড়ীতে নতুন পাকা বাড়ি করতে তার মেঝো ভাই বেলালের কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেয়। সম্প্রতি আব্দুর রব সৌদিআরব থেকে ছুটিতে বাড়িতে আসলে ওই টাকার জন্য চাপ দেন বেলাল। কিন্তু বেলাল সৌদিআরব অবস্থান করছেন বর্তমানে। তবে তার শ্যালক রাকিব ওই পাওনা টাকার জন্য জোরপূর্বক চাপ সৃষ্টি করেন ফের আব্দুর রব ও তার স্ত্রী নার্গিস পারভীনের ওপর। ইতিমধ্যে এ টাকা নিয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি শালিসি বৈঠক হয়। ওই বৈঠকে সীদ্ধান্ত আব্দুর রব ৫ মাসের মধ্যে ৩ লাখ টাকা পরিশোধ করবে।


হঠাৎ (আজ) শুক্রবার বিকেল ৩টার দিকে বেলালের শ্যালক রাকিব ভাড়াটিয়া লোকজন নিয়ে আব্দুর রবের বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের নার্গিস পারভীন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে বেদম মারধর করে। এসময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর করে তাদের ঘরের আসবাবপত্র। নার্গিস পারভীনের শোর চিৎকার শুনে তার দেবর মনির ও মনিরের স্ত্রী রেহেনা আক্তার এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি মারধর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।


অভিযুক্ত হামলাকারী রাকিব হোসেন মুঠোফোনে জানান, আমি হামলা করিনি। আমি এখন দোকানদারি করি। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলবো, এখন আমি অনেক ব্যস্ত।


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। থানায় এসে ভুক্তভোগীরা অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/সুমন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com