বান্দরবানে বিভাগীয় কমিশনার ড. মো.আমিনুর রহমান
‘মিথ্যা, মাদক ও অস্ত্র ছেড়ে আলোকিত সমাজ গড়ার আহ্বান’
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৮
‘মিথ্যা, মাদক ও অস্ত্র ছেড়ে আলোকিত সমাজ গড়ার আহ্বান’
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লামা উপজেলা একাদশ।  প্রতিদ্বন্ধী আলীকদম উপজেলাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে বিজয় লাভ করে দলটি। 


বৃহস্পতিবার বিকেলে বান্দরবান স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে চ্যাম্পিয়ন ও রার্নাসআপ দলের মাঝে ট্রফি তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার  ড.মো. আমিনুর রহমান এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি খেলোয়াড়দের মিথ্যা ও মাদককে না বলার আহ্বান জানান। পাশাপাশি অস্ত্র ছেড়ে কলম ধরে আলোকিত সমাজ গড়ার আহ্বান জানান তিনি। 


এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজী, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহŸায়ক সুরাইয়া আক্তার সুইটি, পৌর মেয়র ও টুর্নামেন্টের সদস্য সচিব মোহাম্মদ ইসলাম বেবী, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিবার্তা/নয়ন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com