মো‌রেলগ‌ঞ্জে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৪৭
মো‌রেলগ‌ঞ্জে খাল খননের দাবিতে কৃষকদের মানববন্ধন
বা‌গেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বা‌গেরহা‌টের মো‌রেলগঞ্জ উপ‌জেলার বলইবু‌নিয়া ইউ‌নিয়‌নের কা‌লিকাবা‌ড়ি গ্রা‌মে প‌লি প‌ড়ে ভরাট হ‌য়ে যাওয়া গাছাখাল‌ খননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষ‌কেরা।


শুক্রবার (১৭ ফেব্রুয়া‌রি) বেলা ১১টার দিকে খা‌লের দুই পা‌ড়ে তিন গ্রা‌মের সু‌বিধা‌ব‌ঞ্চিত কৃষক ও এলাকাবা‌সি এ মানববন্ধনে অংশগ্রহণ ক‌রেন।


মানববন্ধনে কৃষক নাজমুল গাজী, এনছান খান, নয়ন বেগম, সেলিনা বেগম, ইউপি সদস্য সাইদুর রহমান নান্না প্রমুখ বক্তব‌্য দেন।


বক্তারা ব‌লেন, ১০-১২ বছর ধরে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রেকর্ডীয় এই খালটি পলি পড়ে মরে যাওয়ায় দুই পা‌ড়ের কালিকাবাড়ি, আমবাড়িয়া ও বাশবাড়িয়া গ্রামের কমপক্ষে ১ হাজার একর জমিতে ফসল উৎপাদন কমে গেছে। বছরে একবার মাত্র আমন ধান ছাড়া অন্য কোন ফসল ফলাতে পর‌ছেন না কৃষ‌করা।


বলইবু‌নিয়া ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো. শাজাহান আলী খান জা‌নি‌য়ে‌ছেন, বিষখালী নদীর শাখা গাছাখালটির পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ৩ গ্রামের ২ হাজার কৃষক পানির অভাবে উচ্চ ফলনশীল বোরোধান চাষ করতে পারছে না। একই জমিতে একাধিক ফসল ফলাতে খালটি খননের দা‌বি জানান তি‌নি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতান বলেছেন, পলি পড়ে ভরাট হয়ে যাওয়া খালটির বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।


বিবার্তা/রাজু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com