দেড় কোটি টাকার সোনাসহ চোরাকারবারি আটক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫০
দেড় কোটি টাকার সোনাসহ চোরাকারবারি আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে পাচারের সময় সাতক্ষীরার বৈকারী সীমান্তে অভিযান চালিয়ে ১৮টি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে রবিবার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদরের বলদঘাটায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সোনার চালান উদ্ধার করা হয়।


আটক পাচারকারি সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা গ্রামের দূর্গা চরণ সরকারের ছেলে পাচু সরকার।


কর্নেল আশরাফুল হক বলেন, সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে খবরে বৈকারী বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এর আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা মূল্যের ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম ওজনের ১৮টি সোনার বারসহ পাচারকারিকে আটক করা হয়।


তিনি আরও বলেন, আটককৃত পাচারকারিকে সাতক্ষীরা সদর থানায় সোর্পদ করা হয়েছে। এছাড়া সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com