জোড়া খুনের ঘটনায় ২৮ বাড়িতে আগুন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ২২:২৪
জোড়া খুনের ঘটনায় ২৮ বাড়িতে আগুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের খোদাদাতপুর গ্রামে জোড়া খুনের পরের দিন প্রায় ২৮টি বাড়ি আগুনে পুড়ল। নিহত ব্যক্তিদের পক্ষের লোকজন হামলা চালিয়ে এসব বাড়িঘরে আগুন দেন ও লুটপাট চালান বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।


২৫টি খড়ের গাদাতেও আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়ি। কিছু বাড়িতে লুটপাট করা হয়েছে। গরু-ছাগল, টাকাপয়সা ও গয়নাগাটি লুটে নেওয়ার অভিযোগ করেছেন অনেকে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নেভানোর চেষ্টা করে। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস দিনাজপুরের সহকারী পরিচালক মঞ্জিল হক জানিয়েছেন।


অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। কিন্তু ততক্ষণে অনেক বাড়ি আগুনে পুড়ে গেছে। অবশ্য ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলছেন, খোদাদাতপুরের গ্রামের মানুষ চুনিয়াপাড়ার কয়েকটি বাড়িতে ও খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। পরে হাকিমপুর, বিরামপুর ও ফুলবাড়ী থানা থেকে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নিরাপত্তার স্বার্থে রাতে ওই গ্রামে পুলিশি টহল থাকবে বলে ওসি জানিয়েছেন। এদিকে সন্ধ্যায় বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


গত বুধবার সকালে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খোদাদাতপুর গ্রামের মনোয়ার হোসেন (২৪) ও রাকিব হোসেন (২৫) নামের দুজন নিহত হন। আজ দুপুরে দুজনের জানাজা চলছিল। এ সময় নিহত ব্যক্তিদের পক্ষের লোকজন চুনিয়াপাড়ায় বাড়ি বাড়ি ঢুকে অগ্নিসংযোগ করেন বলে ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন অভিযোগ করেছেন। অগ্নিসংযোগকালে লোকজন দেশীয় অস্ত্র লাঠি, দা নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাট চালান। এ সময় প্রাণ বাঁচাতে নারী-শিশু ও পুরুষেরা বাড়িঘর ছেড়ে দৌড়ে পালান।


বিবার্তা/জেএইচ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com