শিরোনাম
এমপির পিএ পরিচয়ে চাঁদা দাবি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৪
এমপির পিএ পরিচয়ে চাঁদা দাবি
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার ব্যক্তিগত সহকারী (পিএ) তোফাজ্জল হোসেন হিমেলের পরিচয় দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি দুই শিক্ষকের কাছে চাঁদা দাবি করেছেন। এ ঘটনায় তোফাজ্জল হোসেন হিমেল রবিবার সন্ধ্যায় নগরীর বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার অজ্ঞাত এক ব্যক্তি ০১৯৫৬-৫৭১৯৬৬ নম্বরের একটি মুঠোফোন ব্যবহার করে রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির ও রাজশাহী কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আবদুস সালাম মণ্ডলকে ফোন করে চাঁদা দাবি করে। এ সময় ওই ব্যক্তি প্রতারণা করে নিজেকে সাংসদ বাদশার পিএ পরিচয় দেন।


এ ব্যাপারে তোফাজ্জল হোসেন হিমেল বলেন, এ ঘটনায় আমার সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুন্ন হয়েছে। এ জন্য আমি থানায় জিডি করেছি। আশা করছি, পুলিশ ওই দুর্বৃত্তকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারবে।


বিবার্তা/রিমন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com