শিরোনাম
মার্চের শেষে কুড়িগ্রামে শামসুল হক নাট্যোৎসব
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩১
মার্চের শেষে কুড়িগ্রামে শামসুল হক নাট্যোৎসব
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আগামী মার্চের শেষ সপ্তাহে কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে সৈয়দ শামসুল হক নাট্যোৎসব ২০১৭। শনিবার কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রাম এর উদ্যোগে প্রচ্ছদ মিলনায়তনে কুড়িগ্রামের সূধিজনদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।


প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি জুলকারনাইন স্বপন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সূধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন।


এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সহ-সভাপতি চাষী করিম, উদীচী কুড়িগ্রাম এর সভাপতি মানিক চৌধুরীসহ আরো অনেকে।


সভায় আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে প্রচ্ছদ কুড়িগ্রাম এর উদ্যোগে কুড়িগ্রাম পৌরসভা মিলনায়তনে দেশ বরেণ্য সব্যসাচী লেখক ও কুড়িগ্রামের সন্তান শামসুল হকের স্বরণে ‘সৈয়দ শামসুল হক নাট্যোৎসব ২০১৭’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।


উৎসব সফল করতে কুড়িগ্রামের জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলীকে প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন কে সভাপতি ও প্রচ্ছদ কুড়িগ্রামের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিককে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট একটি উৎসব কমিটি গঠন করা হয়।


উৎসবে ভারতের কলকাতার নাট্যদল কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র শামসুল হকের সাড়া জাগানো নাটক ‘নুরুলদীনের সারাজীবন’ মঞ্চস্থ করবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও প্রচ্ছদ কুড়িগ্রাম ও ঢাকার একটি নাট্যদলসহ ৫টি বিভাগীয় নাট্যদল এ উৎসবে অংশ নেবে বলেও প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।


বিবার্তা/সৌরভ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com