শিরোনাম
জয়পুরহাটে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১০:৩৫
জয়পুরহাটে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাট জেলায় দারিদ্র্য নিরসন ও আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচির আওতায় ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০১৫-২০১৬ অর্থবছর পর্যন্ত আট বছরে ৭৩ লাখ ৮৬ হাজার ১০০ টাকার সেলাই মেশিন ও রিকশা বিতরণ করেছে জেলা পরিষদ।


জেলা পরিষদ সূত্রে জানায়, দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়নের জন্য অসহায়, দুস্থ প্রশিক্ষণ প্রাপ্ত ৩৩৯ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ, প্রশিক্ষণপ্রাপ্ত ১০০জন প্রতিবন্ধী নারীর মাঝে ১০০টি সেলাই মেশিন, প্রশিক্ষণপ্রাপ্ত ৫০টি ক্ষুদ্র-নৃগোষ্ঠী নারীর মাঝে ৫০টি সেলাই মেশিন, ২৫জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নিকট ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।


পাশাপাশি দারিদ্র্য নিরসন ও আত্মকর্মসংস্থানের জন্য অসহায়, দুস্থ গরীবদের মাঝে ৫৬টি রিকশা ও ২০০টি ভ্যান বিতরণ করা হয়।


এ ছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এক মাসব্যাপী মৎস্য চাষ বিষয়ে ৬০জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে ৩০জন যুব মহিলা রয়েছেন। জেলা পরিষদের দারিদ্র্য নিরসনে এসব সফল উদ্যোগের কারণে জেলার দরিদ্রতা হ্রাস পেয়েছে।


বিবার্তা/জেমি/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com