শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত করতে সভা
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ১৭:৩৮
চাঁপাইনবাবগঞ্জকে বাল্যবিয়ে মুক্ত করতে সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সম্পূর্ণ বাল্য বিবাহ মুক্ত করতে মতবিনিময় সভা হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল হালিম। সভায় জেলাকে বাল্যবিয়ে মুক্ত করতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


প্রধান অতিথি আব্দুল হালিম তার বক্তব্যে বলেন, ইমাম ও কাজীদের নিকট থেকে অঙ্গীকারনামা নিতে হবে যে, তারা যেন কোনো বাল্যবিয়ে না পড়ান।


তিনি বলেন, জেলার সংশ্লিষ্ট সকল দপ্তরকে এ ব্যাপারে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। নোটারি পাবলিক ও মৌলভীদের লিখিত কাগজ দেখে বয়সের বিষয়ে নিশ্চিত হতে হবে।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ উপজেলার প্রতিটি ইউনিয়নে মহিলা ও শিশু নির্যাতন বিষয়ক সভা অনুষ্ঠানের মাধ্যমে বাল্য বিয়ের ব্যাপারে সচেতনতা বাড়ানো আহ্বান জানান।


বিবার্তা/জাকির/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com