শিরোনাম
‘শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ পদে বসবে’
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২০:৫২
‘শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ পদে বসবে’
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী বলেছেন ‘প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়িয়েছে। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে।


বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ কয়লার দিয়াড় উচ্চবিদ্যালয়ের নবীণ বরণ ও ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেনারুল আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা ডিউক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।


তিনি বিদ্যালয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাব স্থাপনের কথা উল্লেখ করে বলেন, তিন কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ ও অন্য উন্নয়ন করা হবে। তিনি একটি সোলার ল্যম্পসেট ও নগদ ৫০ হাজার টাকাও প্রদান করেন।


বিবার্তা/জাকির/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com