শিরোনাম
নোবিপ্রবিতে স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২০:৩৫
নোবিপ্রবিতে স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথমবর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৮টি বিভাগের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।


এ উপলক্ষে এক আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।


তিনি বলেন, বাংলাদেশের শতকরা ৪০ ভাগ তরুণ। আর এ তরুণদের মধ্যে ৩২ লাখই বিশ্ববিদ্যালয়ে পড়ছে। বিশাল এই জনশক্তিকে সম্পদে পরিণত করতে হবে। না হলে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে না।


ইউজিসি চেয়ারম্যান শিক্ষার্থীদের চাকরির পাশাপাশি একজন উদ্যোক্তা হয়ে দেশ গড়ার কাজে অংশীদার হওয়ার পরামর্শ দেন। এসময় তিনি শিক্ষার্থীদের জঙ্গিবাদ বিষয়ে সতর্ক থাকারও পরামর্শও দেন।


নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান তার বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি নোবিপ্রবির নবাগত শিক্ষার্থীদের প্রত্যেকে একজন ভালো শিক্ষার্থী ও দেশপ্রেমীক নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা পরিচালক আফসানা মৌসুমীর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন নোবিপ্রবির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক প্রমুখ।


বিবার্তা/ইকবাল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com