শিরোনাম
সাভারে নৈশ কোচে ডাকাতি, আহত ১৫
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১১:৩৫
সাভারে নৈশ কোচে ডাকাতি, আহত ১৫
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ওই নৈশ কোচের দুই নারীসহ অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের শিমুলতলা ডগরমোড়া এলাকায় সায়েম স্পেশাল রজনীগন্ধ নামের নৈশ কোচে এ ডাকাতির ঘটনা ঘটে।


নৈশ কোচের চালক নবিরুল (৪৮) জানান, মঙ্গলবার রাতে তারা সায়েম স্পেশাল রজনীগন্ধা নামের ওই নৈশ কোচে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী আসছিলেন। পথে বাস যাত্রীদের বিভিন্ন স্থানে নামিয়ে দিয়ে তারা নৈশ কোচটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় একটি সিএনজি পাম্পে রাখে।


পরে রাত ১১ টার দিকে ১৫ সদস্যের একদল ডাকাত ওই বাসে উঠে চালক নবিরুল, সুপার ভাইজার কামাল ও সহকারী ফরিদকে বাসের সিটের সাথে বেধে রাখে। এরপর ডাকাতরা ওই নৈশ কোচটি চালিয়ে গাবতলী দিয়ে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে বিমানবন্দর আশুলিয়া হয়ে আসার পথে বাসের অন্তত দুই নারীসহ ১৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করে হাত পা ও মুখ বেধে নগদ টাকা মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটপাট করে।


পরে ডাকাতরা ঢাকা আরিচা মহাসড়কের শিমুলতলা ডগরমোড়া সাভার সেন্ট্রাল চক্ষু হাসপাতালের সামনে বাসটি রেখে পালিয়ে যায়। বাসের যাত্রীদের গোঙ্গানী শুনে স্থানীয়রা সবাইকে হাত পা ও মুখ বাধা অবস্থায় উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করে।


বাসে ডাকাতি হওয়ার খবর পেয়ে ইতিমধ্যে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়দের দাবি ঢাকা আরিচা মহাসড়কে প্রায় বিভিন্ন বাসে ডাকাতি হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না ডাকাতদের বিরুদ্ধে। তাই প্রতিনিয়ত বাসে ডাকাতি হচ্ছে।


এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান কথা বলতে রাজি হননি। ডাকাতির ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com