শিরোনাম
এবার সত্যিই জন্ম নিলো ‘মৎস্যকন্যা’
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৯
এবার সত্যিই জন্ম নিলো ‘মৎস্যকন্যা’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রূপকথার মতো আগে শুধু শোনাই যেতো মৎসকন্যার কথা। এবার সত্যি হয়ে গেলো সেই রূপকথা। এবার সত্যি সত্যিই জন্ম নিলো ‘মৎস্যকন্যা’।


ভারতের কলকাতায় রূপকথার মৎস্যকন্যাদের মতো কোমর থেকে শরীরের নিচের অংশ একত্রিত হয়ে এক মেয়ে সন্তানের জন্ম হয়েছে।


জন্ম নেয়ার পরপরই আন্তর্জাতিক গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছে কলকাতার ওই ‘মৎস্যকন্যা’। কিন্তু চার ঘণ্টা পর আর বাঁচানো জায়নি শিশুটিকে। সাধারণত এক লাখে এমন একটি শিশুর জন্ম হয়ে থাকে।


গত বুধবার সকালে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে শিশুটির জন্ম হয়।


কলকাতায় মুসকুরা বিবি নামের যে নারী ওই শিশুটির জন্ম দিয়েছেন তিনি আগে আল্ট্রাসাউন্ড স্ক্যান করাননি। তাই নিজের সন্তানের অবস্থাও জানতে পারেননি। চিকিৎসকরা শিশুটির এ অবস্থার নাম দিয়েছেন ‘সিরিনোমেলিয়া’ যা মারমেইড (মৎসকন্যা) সিনড্রোম হিসেবে পরিচিত।


হাসপাতালের অবসটেট্রিকস ও গাইনোকলজি স্পেশালিস্ট ড. সুদীপ সাহা বলেন, অনাগত সন্তানের যত্ন নিতে বিবি ও তার স্বামীর কাছে যথেষ্ট অর্থ ছিল না। এ জন্য শিশুটি এ অবস্থায় জন্ম নিয়েছে।


গত বছরও ভারতের উত্তর প্রদেশে এমন একটি শিশু জন্মেছিল। মাত্র ১০ মিনিটের মাথায় শিশুটি মারা যায়। সূত্র: ইয়হু নিউজ


বিবার্তা/শারমিন


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com