
যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং নারীদের মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন অধিক প্রশংসিত নাগরিক। বুধবার প্রকাশিত এক জরিপে এ তথ্য জানানো হয়।
গ্যালপের বার্ষিক জরিপে ওবামা দশমবারের মতো এবং হিলারি ক্লিনটন টানা ১৬ বারের মতো শীর্ষ প্রশংসিত নামের তালিকায় ওঠে আসেন। হিলারি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন।
এ জরিপে অংশ নেয়া ১৭ শতাংশ মার্কিন নাগরিক সর্বাধিক প্রশংসিত ব্যক্তি হিসেবে ওবামাকে সমর্থন করেন। গত বছর সমর্থন জানানোর এ হার ছিল ২২ শতাংশ। এক্ষেত্রে ১৪ শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে ট্রাম্প দ্বিতীয়। পোপ ফ্রান্সিস তিন শতাংশ লোকের সমর্থন পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন।
তবে ৩৫ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে এবং ৩৯ শতাংশ ডেমোক্র্যাট ওবামাকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন। জরিপে ওঠে আসা অন্য প্রশংসিত ব্যক্তিরা হলেন বিল গ্রাহাম, জন ম্যাককেইন, ইলন মাক্স, জেফ বেজোস ও দালাই লামা।
জরিপে অংশ নেয়া ৯ শতাংশ মার্কিন নাগরিক অধিক প্রশংসিত নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন করেন। এক্ষেত্রে ৭ শতাংশ নাগরিকের সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এবং ৪ শতাংশ লোকের সমর্থন পেয়ে এর পরের অবস্থানে রয়েছেন টক শো উপস্থাপক ওপরাহ উইনফ্রে।
অন্য প্রশংসিত নারীরা হলেন এলিজাবেথ ওয়্যারেন, অ্যাঙ্গেলা মেরকেল, ব্রিটেনের রানি এলিজাবেথ ও আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ জরিপে যুক্তরাষ্ট্রের সবচেয়ে খ্যাতিমান রাজনৈতিক পরিবার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরিবার।
গ্যালপ জানায়, এ জরিপে ১ হাজার ৪৯ জন অংশ নেন এবং ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত জরিপটি চালানো হয়। সূত্র: এএফপি
বিবার্তা/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]