
চীনের সানঝি প্রদেশে কুকুরের মতো ট্রাম্পের একটি বিশাল ভাস্কর্য স্থাপন করা হয়। ট্রাম্পের স্বভাব ও আচরণকে কুকুরের সাথে তুলনা করে এবং ট্রাম্পের জন্য আগামী বছর হবে কুকুরময়, এই ভেবে দেশটিতে এই ভাস্কর্য স্থাপন করা হয়। সানঝি প্রদেশের তাইওয়ান শহরের একটি শপিং মলে সম্প্রতি ভাস্কর্যটি স্থাপিত হয়েছে।
চীনের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২০১৮ সাল হবে ‘কুকুর’ বছর। আর ডোনাল্ড ট্রাম্প জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালে, যা চীনা রাশিচক্র অনুযায়ী তার জন্ম কুকুর বছরের অধীনে। ট্রাম্পের আচরণ ও স্বভাব অনেকটা কুকুরের মতো বলে চীনা শাস্ত্র মনে করে।
ট্রাম্পের সুবিদিত সোনালি ভ্রু, চুল আর হাতের আঙ্গিকে গড়ে তোলা হয়েছে ভাস্কর্যটি। চীনের ওই শপিং মলের সামনে স্থাপন করা ভাস্কর্যটি ইতোমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
শপিং মলটিতে এ ধরনের ভাস্কর্য এবারই প্রথম নয়। ট্রাম্পের আদলে এর আগেও ভাস্কর্য বানিয়েছিল তারা। গত বছর ট্রাম্পের আদলে ৩০ ফুট লম্বা একটি মোরগের ভাস্কর্য বানিয়েছিল শপিং কর্তৃপক্ষ। তবে, ২০১৭ ছিল চীনা রাশিচক্র অনুযায়ী মোরগের বছর। তাই ট্রাম্পকে মোরগ বানিয়েছিল তারা। সূত্র: দ্যা স্টার
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]