শিরোনাম
যে কারণে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেয় ছেলেরা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৪
যে কারণে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেয় ছেলেরা
বিবার্তা ডেস্কb
প্রিন্ট অ-অ+

একেকজন একেক ভঙ্গিতে তার প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন। কিন্তু পাশ্চাত্যে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেয়ার যে রীতি রয়েছে, তা খানিকটা এ উপমহাদেশের সংস্কৃতিতেও ঢুকে পড়েছে। কিন্তু আমরা অনেকেই জানি না এভাবে বিয়ের প্রস্তাব দেয়ার কারণ সম্পর্কে।

 

জানা যায়, মধ্যযুগে সৌজন্যতা প্রকাশের ওপর খুবই জোর দেয়া হত। বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসার প্রথা প্রচলিত ছিল। কখনো বশ্যতা, কখনো বা সম্মান প্রদর্শন, এই রীতি ছিল জনপ্রিয়। এমনকি শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নাইটরা প্রভুর প্রতি এভাবে বসেই শ্রদ্ধা ও সম্মান দেখাত বা অভিজাত নারীর সামনেও এভাবে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা-ভালোবাসা প্রকাশ করত।

 

যখন কোনো ছেলে তার প্রিয় মানুষটির সম্মুখে এক হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রপোজ করে, সেখানে ছেলেটি শুধু ‘হ্যাঁ’ শোনার প্রত্যাশা ব্যক্ত করে। পাশাপাশি ছেলেটি আরো জানায়, তার প্রিয় মানুষটি তার কাছে যোগ্য সম্মানের অধিকারী৷ আর বিনয়-শ্রদ্ধা-ভালোবাসায় মোড়া এই রীতি তাই অনেকেই নিজের করে নিয়েছে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com