শিরোনাম
টাকা নিয়ে ৮ তথ্য জানুন
প্রকাশ : ১৪ জুলাই ২০১৭, ১৩:০৬
টাকা নিয়ে ৮ তথ্য জানুন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলাফেরা থেকে শুরু করে সব সময়েই আমাদের টাকার দরকার হয়। টাকা মানে অর্থের কথা বলে হচ্ছে আর কি। একেক দেশের মুদ্রা, টাকার নাম একেক রকম। তবে কাজ কিন্তু সবগুলোরই এক, বিনিময়ের প্রধান মাধ্যম। চকলেট কিনতে চান, বই কিনতে চান বা কোথাও বেড়াতে যেতে চান- তাতে টাকা খরচ করতে হবে। সায়েন্সকিডস ওয়েবসাইটে টাকা সম্বন্ধে বেশ কিছু সাধারণ অথচ মজার তথ্য দেয়া রয়েছে:


❏ বহু দেশের নিজস্ব এবং একক টাকা যেমন রয়েছে, তেমনি বেশ কিছু দেশের টাকা কিন্তু নিজস্ব নয়- অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করা। যেমন ফ্রান্স, জার্মানি, স্পেনের মতো দেশগুলোতে এখন ইউরো ব্যবহৃত হয়।


❏ বিশ্বে সবচেয়ে বেশি লেনদেন হয় মার্কিন ডলার। এ ছাড়া ইউরো, জাপানি ইয়েন ও ব্রিটিশ পাউন্ডও অনেক ব্যবহৃত হয়।


❏ আনুমানিক ১০ হাজার বছর আগে গবাদি পশু এবং ফসলই বিনিময়ের মূল মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো।


❏ প্রথম মুদ্রা তৈরি হয় মোটামুটি আড়াই হাজার বছর আগে।


❏ এক হাজার বছর আগে চীনে প্রথম কাগজের নোট ব্যবহৃত হয়।


❏ একটি ব্রিটিশ পাউন্ডের মূল্যমান হলো ওজনে এক পাউন্ড রুপার সমান।


❏ মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯২০ সালের দিকে প্রথমবারের মতো ক্রেডিট কার্ড ব্যবহৃত হয়।


❏ মার্কিন ডলারের বিশেষ প্রতীক $ খুঁজে পাওয়া যায় আরো বেশ কিছু দেশের টাকাতেও!


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com