শিরোনাম
যে কারণে গাড়ি রেকারিং করা হয়
প্রকাশ : ২৭ জুন ২০১৭, ০৮:৫৮
যে কারণে গাড়ি রেকারিং করা হয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুলিশের রেকার দিয়ে গাড়ি টেনে নেয়ার দৃশ্য রাজধানীতে প্রায়শই দেখা যায়। কিন্তু অনেকেই জানেন না আপনার প্রিয় গাড়িটি কেন পুলিশ রেকারিং করে। জেনে নিন যে যে কারণে আপনার গাড়িটি রেকারিং করা হতে পারে:


১. রেজিস্ট্রেশনবিহীন গাড়ি রাস্তায় চালালে


২. রুট পারমিটের শর্তভঙ্গ করলে


৩. একাধিক কেস স্লিপের মেয়াদ উত্তীর্ণ হলে


৪. কোর্ট ওয়ারেন্টভুক্ত গাড়ি ওয়ারেন্ট নিষ্পত্তি না করে চালালে


৫. গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে


৬. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামালে


৭. রং পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে


৮. গাড়ি পার্কিং করে চালক না থাকলে


৯. দুর্ঘটনায় পতিত গাড়ি


১০. নিষিদ্ধ সময়ে গাড়ি রাজধানীতে প্রবেশ করলে


এছাড়াও যত্রতত্র গাড়ি পার্কিং করে রাস্তায় যানজট সৃষ্টি করলে, ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ গাড়ি রাস্তায় চালালে ট্রাফিক পুলিশ গাড়িতে রেকারিং করে থাকে।


রেকারিং ফি


গাড়ি রেকারিং করলে স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে গাড়িটি ছাড়িয়ে নিতে কত ফি দিতে হবে। সে ব্যাপারে কিছু তথ্য নিচে তুলে ধরা হলো:


১. প্রাইভেটকার, সিএনজি- ১২০০ টাকা


২. মাইক্রোবাস, হিউম্যান হলার- ১৫০০ টাকা


৩. বাস, ট্রাক ও কাভার্ড ভ্যান- ২০০০ টাকা


৪. মোটর সাইকেল- ১২০০ টাকা


অতএব, রেকারিং এর উপরোক্ত কারণগুলো এড়িয়ে চলুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। ভাল থাকুক আপনার গাড়ি, ভাল থাকুন আপনি।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com