শিরোনাম
পিঁপড়া আর পৃথিবীর ওজন সমান!
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৭
পিঁপড়া আর পৃথিবীর ওজন সমান!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● পৃথিবীর মানুষের মোট ওজন, পৃথিবীর পিপড়ার মোট ওজনের সমান।


● আইনস্টাইনের মতে, পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে চার বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে।


● হার্টের চাপকে কাজে লাগিয়ে রক্তকে নিক্ষেপ করা হলে তা ৯ মিটার (২৭ ফুট) দূরত্ব অতিক্রম করবে।


● আলেকজান্ডার দি গ্রেটের সৈন্যদের ক্লিনশেভ করা বাধ্যতামূলক ছিল, যাতে শত্রুপক্ষ দাড়ি পাকড়াও করে হারিয়ে দিতে না পারে।


● নাকের ২টা ছিদ্রই যদি বন্ধ থাকে, তাহলে আপনি হাই তুলতে পারবেন না।


● দীর্ঘশব্দভীতি এর ইংরেজি – ‘Hippopotomonstrosesquippedaliophobia’.


● মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ২০০০ এর কিছু বেশি


● ‘Four(4)’ হল একমাত্র সংখ্যা যার ‘অক্ষর সংখ্যা’ এবং ‘মান’ সমান।


● জেলিফিশ সূর্যের তাপে বাস্পীভূত হয়ে যায়। এর দেহের ৯৮% পানি।


● প্রজাপতি তার পা দিয়ে স্বাদ গ্রহণ করে।


● রুবিক্স কিউবের সম্ভাব্য কম্বিনেশন হতে পারে ৪৩,২৫২,০০৩,২৭৪,৪৮৯,৮৫৬,০০০ টি। (৬টা সাইড বা কালার, ৬X৯=৫৪ টা স্কয়ার)।


● লটারি জেতার সম্ভাবনার চেয়ে লটারির টিকিট কিনতে যাওয়ার সময় মারা যাওয়ার সম্ভাবনা বেশি।


● ‘Anatidaephobia’ হল একটি রোগ যার রোগী মনে করে, পৃথিবীর কোথাও ১টা হাঁস আমাকে দেখছে।


● ফিলিপাইন দ্বীপপুঞ্জের লুজন দ্বীপে ১টা লেক আছে, যাতে আরেকটা দ্বীপ আছে। এই দ্বীপে আবার ১টা লেক আছে যাতে আছে আরেকটা দ্বীপ!


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com