
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের দিকে ব্যাট নিয়ে তেড়ে যাবার কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েছেন সিকান্দার রাজা।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের দায়ে দুই ম্যাচ নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ের এই অধিনায়ক। একইসাথে আয়ারল্যান্ডের দুই খেলোয়াড় কার্টিস ক্যাম্ফার ও জশ লিটলও শাস্তির মুখে পড়েছেন।
আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
রাজাকে ম্যাচ ফি’র পঞ্চাশ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। এর ফলে রাজার মোট ডিমেরিট পয়েন্ট এখন চার। ২৪ মাসের মধ্যে চার ডিমেরিট পয়েন্ট হয়ে যাওয়ায় দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রাজা।
ক্যাম্ফার ও জশ লিটলকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে একটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তারা। ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন ক্যাম্ফার ও লিটল।
উল্লেখ্য, রাজার পরিবর্তে সিরিজের বাকি দুই ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন সিন উইলিয়ামস।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]