ঘরের মাঠ সিডনিতে অস্ট্রেলিয়ার হয়ে নিজের শেষ টেস্ট খেলতে নামছেন ডেভিড ওয়ার্নার। ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে তার দল। তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৩ জানুয়ারি। তার আগে ম্যাচটির জন্য অজিদের একই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
এদিকে শেষ ম্যাচে অন্তত সান্ত্বনার জয় পেতে চায় পাকিস্তান। সিডনিতে জয় পেলে প্রায় তিন দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা হবে বাবর-মাসুদদের। ১৯৯৫ সালে পাকিস্তান সর্বশেষ টেস্ট জিতেছিল অজিদের মাটিতে। দেশটিতে সব মিলিয়ে ১৩টি সিরিজ খেলে একবারও জিততে পারেনি পাকবাহিনী। সর্বশেষ ১২ ম্যাচের সবগুলোতেই হেরেছে উপমহাদেশের দলটি।
অস্ট্রেলিয়া স্কোয়াড :
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও ডেভিড ওয়ার্নার।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]