
নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ডং জুনের নাম ঘোষণা করেছে চীন। লি শাংফুকে এ পদ থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার দুই মাস পর এ নিয়োগ দেয়া হল। ডং এর আগে দেশটির নৌবাহিনীর কমান্ডার ছিলেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকে চীনের একজন শীর্ষ আইনপ্রণেতা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ডংয়ের নাম ঘোষণা করেন।
চলতি বছরের শুরুর দিকে সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পদচ্যুত হন ডং।
শাংফুকে সরিয়ে দেয়ার আগে জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকেও সরিয়ে দিয়েছিল চীনা সরকার। তবে এই দুজনকে কেন তাদের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে, তার কোনো কারণ জানায়নি বেইজিং। এই দুই মন্ত্রীই তাদের স্ব স্ব পদে সাত মাসের জন্য বহাল ছিলেন।
এদিকে চলতি সপ্তাহে শুক্রবারের ওই বৈঠকে স্থায়ী কমিটি থেকে ৯ জন সিনিয়র সামরিক কর্মকর্তাকেও সরিয়ে দেয়া হয়। এছাড়া সপ্তাহের শুরুতে রাষ্ট্রীয় মালিকানাধীন মিসাইল ডিফেন্স প্রতিষ্ঠানের তিনজন নির্বাহীকেও বেইজিংয়ের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেয়া হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]