
কেন্দ্রীয় গাজা উপত্যকার আল-মাগাজি শরণার্থী শিবিরে হামলায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের ৬৮ বছর বয়সী সাবেক ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন।
৩১ ডিসেম্বর, রবিবার নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় এ মন্ত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ। এছাড়া হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গাজার মধ্যাঞ্চল আল-মাঘাজি শরণার্থী ক্যাম্পে ছিল ইউসুফ সালামার বাড়ি।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহর ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত, সালামা ফেব্রুয়ারি ২০০৫ থেকে মার্চ ২০০৬ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পুরোনো নগরী জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদের ইমামও ছিলেন তিনি।
ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এ পর্যন্ত ইসরায়েলের চলমান আক্রমণে ২১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]