ক্রিকেটে বাংলাদেশের ২০২৩ সালের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব ছাপিয়ে চোখ রাখতে হচ্ছে নতুন বছরের দিকে। এবছর হারের বৃত্তে যেন ঘুরপাক খেয়েছে বাংলাদেশের ক্রিকেট। পরাজয়ের একেকটি গল্প বছর শেষে রূপ নিয়েছে ব্যর্থতার মহাকাব্যে। তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য ২০২৪ সাল হতে চলেছে বেশ ব্যস্ততার বছর। নতুন বছরে ৪০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে লাল ও সবুজ প্রতিনিধিরা রেকর্ড সংখ্যক টেস্ট ম্যাচ খেলবে।
২০২৩ সাল টেস্ট ক্রিকেটের বিবেচনায় বেশ ইতিবাচক এক বছর পার করেছে টাইগার ক্রিকেট। তিন সিরিজ খেলে হারতে হয়নি কোনোটিতেই। ৪ টেস্টের মধ্যে জয় এসেছে ৩টিতেই। হারতে হয়েছে এক ম্যাচে। টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও নেহাত মন্দ হয়নি টাইগারদের। নতুন বছরে তাদের জন্য অপেক্ষা করছে আরও ১৪ টেস্ট।
নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই এক বছরে এতগুলো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ। আগামী বছর বাংলাদেশের চেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলবে শুধু ইংল্যান্ড (১৭) ও ভারত (১৫)।
এর বাইরে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে। সেখানেও টি-টোয়েন্টিতে লম্বা সময় কাটাবে বাংলাদেশ। বাংলাদেশ দেশ ও বাইরে মিলিয়ে সাত দ্বিপক্ষীয় সিরিজ খেলবে। পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট আছে। সবগুলো দলের বিপক্ষে দুটি করে টেস্ট ম্যাচ। যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]