মাউন্ট মাঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল টাইগারদের। কিন্তু কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে খেলতে নেমে সে সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১১০ রানেই অলআউট হয় লাল-সবুজের দল। পরে লক্ষ্য তাড়া করতে নেমে বৃষ্টি আইনে ১৭ রানে জিতে সিরিজ সমতায় শেষ করে নিউজিল্যান্ড।
টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর ভক্তদের মনে আশা জেগেছিল সিরিজ জিতে দেশে ফিরবে নাজমুল হোসেন শান্তরা। তবে তা করতে ব্যর্থ হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে ম্যাচ শেষে টাইগার কোচের মুখে ছিল দলের প্রশংসা।
তবে ম্যাচ শেষে ব্যাটারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক নাজমুল শান্ত। বোলারদের ভূমিকায় শান্ত সন্তুষ্ট হলেও ব্যাটার ব্যর্থতায় যে ম্যাচ হেরেছে টাইগাররা তা স্পষ্ট ছিল।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘বোলাররা দারুণ শুরু করেছে, কিন্তু আমাদের ব্যাটাররা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি। সব বোলারই ভালো করেছে, টি-টোয়েন্টিতে ভালো শুরু করাটা গুরুত্বপূর্ণ। এখানেই আমরা ভুল করেছি।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]