দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়ছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। এই নির্বাচনি ব্যস্ততার মধ্যেই দুই দিনের সংক্ষিপ্ত সফরে দুবাই পৌঁছেছেন সাকিব।
২ ডিসেম্বর, শনিবার সকালে দুবাইতে পৌঁছেছেন সাকিব। দেশের এক ইংরেজি দৈনিকের খবরে বলা হয়েছে, মূলত আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফটোশ্যুটে অংশ নিতে তার এই সংক্ষিপ্ত সফর। যদিও এবারের আসরে দলটির হয়ে মাঠে নামা হচ্ছে না এই অভিজ্ঞ অলরাউন্ডারের।
আঙুলের চোটের কারণে এই আসর থেকে আগেই ছিটকে গেছেন সাকিব। তবে দলটির সঙ্গে আগে থেকে চুক্তিবদ্ধ থাকায় তাদের আনুষ্ঠানিক ফটোশ্যুটে অংশ নেবেন এই বাংলাদেশি অলরাউন্ডার।
আবুধাবি টি-টেন লিগের এবারের আসরে কোনো ম্যাচ খেলতে না পারলেও মাঠে বসে দলকে অনুপ্রেরণা যোগাতে দেখা যাবে সাকিবকে। সঙ্গতকারণে দুইদিন দুবাইতে থাকবেন বাংলাদেশ অধিনায়ক।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]