ওশেনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশের ৭ সাতারু
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ২১:৫৭
ওশেনম্যান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশের ৭ সাতারু
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

২০২২ সালে থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ওশেনম্যান এশীয় চ্যাম্পিয়নশিপে সাঁতার সম্পন্ন করে এবারের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের আবদুল্লাহ আল ইমরান ও ইসতিয়াক উদ্দিন।


এছাড়া ২০২৩ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশীয় চ্যাম্পিয়নশিপ থেকে বাংলাদেশের ২ সাঁতারু সাইফুল ইসলাম ও আলী রওনক ইসলামও এই ওশেনম্যান সুযোগ পেয়েছেন।


আর নিবন্ধন করে ওয়ার্ল্ড ফাইনালে বাংলাদেশের সাঁতারু আরিফুর রহমান, নাসির আহমেদ ও ফারুক হোসেন সরাসরি অংশ নিচ্ছেন।


ওশেনম্যানের ওয়েবসাইট থেকে জানা যায়, ২ নভেম্বর, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ফুকেটের সৈকতসংলগ্ন আন্দামান সাগরে শুরু হবে ওশেনম্যানের এই বৈশ্বিক আয়োজন।


উন্মুক্ত সাগরে সাড়ে ৪ ঘণ্টার মধ্যে সাঁতারুদের ১০ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে হবে। তবেই ওশেনম্যান খেতাব পাবেন তারা।


৭২টি দেশের দুই শতাধিক সাঁতারু ওয়ার্ল্ড ফাইনালে অংশ নিচ্ছেন। একই সঙ্গে ২ নভেম্বর, শনিবার হাফ ওশেনম্যান (৫ কিলোমিটার), স্প্রিন্ট (২ কিলোমিটার), শিশুদের ওশেনকিডস (৫০০ মিটার) এবং ওশেনটিমস (৩.৫০০ মিটার) সাঁতার প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।


বিবার্তা/মাসুদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com