
দীর্ঘ ফর্মহীনতা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন সৌম্য সরকার। একের পর এক সেঞ্চুরি ধরা দিচ্ছে তার ব্যাটে। তবু জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে সুযোগ না পাওয়াটা বেশ আশ্চর্যের ছিল। সেই আক্ষেপ ঘুচতে চলেছে এবার। সাদা বলের ক্রিকেটে ফিরেছেন সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজ রয়েছে। দুটি সিরিজই ৩ ম্যাচের। আর এই ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে। সেখানে ফিরেছেন সৌম্য।
১৭, ২০ ও ২৩ ডিসেম্বর তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি রয়েছে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর।
ওয়ানডে স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মাহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানবীর ইসলাম ও তানজিদ হাসান সাকিব।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]