
বিশ্বকাপের ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই আবার মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। এবার বাংলাদেশের চ্যালেঞ্জ টেস্ট সিরিজ। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেনের।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল পুরোপুরি স্পিন নির্ভর । একাদশের একমাত্র পেসার শরীফুল ইসলাম। দলে আছেন তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
নিউজিল্যান্ডের একাদশেও আছেন তিন স্পিনার। দলে আছে দুই পেসারও। অধিনায়ক টিম সাউদির সঙ্গে আছেন কাইল জেমিসন।
বাংলাদেশের একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।
নিউজিল্যান্ড একাদশ
টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]